[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে জনসভায় তারেক রহমান: জীবন দিয়ে অর্জিত অধিকার সুরক্ষিত রাখতে হবে

প্রকাশঃ
অ+ অ-
জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ গড়তে হলে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছে, সেই অধিকার যেন ষড়যন্ত্র করে কেউ ছিনিয়ে নিতে না পারে।’

মঙ্গলবার রাতে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ থেকে সড়কপথে এসে সভাস্থলে উপস্থিত হন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। রাত ১১টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিদায় নিয়েছে। এখন দেশ গড়ার পালা। মানুষের ভাগ্য পরিবর্তনের সময় এসেছে। তাই আমাদের পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কাজ করি ও পরিশ্রম করি, তবেই ইনশা আল্লাহ আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।’

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়তে হলে আমাদের একসাথে থাকতে হবে। সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, যাতে মানুষের সমস্যা সমাধান সম্ভব হয়। আমাদের সতর্ক থাকতে হবে—অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছে, সেই অধিকার যেন কেউ ষড়যন্ত্র করে ছিনিয়ে নিতে না পারে।’

স্বাধীনতা রক্ষায় গাজীপুরে মানুষের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৪ সালে আন্দোলন করে মানুষ প্রমাণ করেছে, হাজার হাজার মানুষ স্বৈরাচারকে সরিয়ে দিয়েছে। আমাদের স্বাধীনতা রক্ষায় গাজীপুরের মানুষের বিরাট অবদান আছে। এই অবদানকে বৃথা যেতে দেওয়া যাবে না।’

গাজীপুরবাসীর সমস্যার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জয়দেবপুর রেলক্রসিংয়ে একটি ওভারপাস নির্মাণ করা হবে। এটি হলে যানজট কমবে। শিল্পকারখানার নারী শ্রমিকেরা যাতে সন্তানদের ডে কেয়ার সেন্টারে রেখে কাজ করতে পারেন, সেই ব্যবস্থা চালু হবে।

খাল খননের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে বড় কয়েকটি খাল আছে। লবণদহ, চিলাই ও তুরাগ খাল দূষণের কারণে প্রায় বন্ধ হয়ে গেছে। এই খালগুলো খনন করা হবে। আগামী ১২ তারিখের নির্বাচনের পর ইনশা আল্লাহ একসঙ্গে খনন কাজ শুরু করা হবে।’

শিল্পকারখানার শ্রমিকদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমি মনে করি গাজীপুর শুধু শিল্পনগরী নয়, এটি গার্মেন্টসের রাজধানী। এখানে লক্ষ লক্ষ মা–বোনেরা কাজ করে। ভাইরাও কাজ করে। এই গার্মেন্টসশিল্প কে এনেছিল জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্টশিল্প বাংলাদেশে এনেছিলেন। তারপর থেকে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। মা–বোনদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।’

তারেক রহমান আরও বলেন, ‘আমাদের মেয়েরা স্কুলে ফ্রি শিক্ষা পায়—প্রাইমারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এটাও চালু করেছিলেন খালেদা জিয়া। এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কেউ কাজ করে থাকে, সেটা বিএনপিই একমাত্র করেছে। আমার অনেক পরিকল্পনা আছে। তার মধ্যে একটি হচ্ছে গার্মেন্টসের মতো আরও শিল্প নিয়ে আসা, যেখানে আরও মা–বোনদের কর্মসংস্থান হবে। তরুণ ভাই–বোনেরা সেখানে কাজ করবেন। সেখান থেকে নতুন পণ্য রপ্তানি হবে।’

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘লক্ষ লক্ষ মা–বোনের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করেছি। যারা খেটে খায়, পরিশ্রম করে, তাদের জন্য আমরা দলমত–নির্বিশেষে একটি ফ্যামিলি কার্ড দেব। এই কার্ডের মাধ্যমে সরকারের সহযোগিতা প্রত্যেক মায়ের কাছে পৌঁছে যাবে। কৃষক ভাইদেরও সাহায্য করতে চাই। এজন্য কৃষক কার্ড তৈরি করেছি। এই কার্ডের মাধ্যমে কৃষকদের সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।’

স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের আগে এই মাঠে (ভাওয়াল রাজবাড়ী মাঠ) আমি অনেক খেলেছি, দৌড়াদৌড়ি করেছি। রাজবাড়ীর পাশে লাল দুটি বাংলো ছিল। সেই বাংলোতে আমরা পরিবারের সবাই থাকতাম। আমার ছোটবেলা গাজীপুরে কেটেছে। এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, খেলেছি। কাজেই গাজীপুরের মানুষের কাছে আমার দাবি, ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।’

জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম, গাজীপুর-১ আসনের প্রার্থী মো. মজিবুর রহমান, গাজীপুর-২ আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিম, গাজীপুর-৩ আসনের প্রার্থী রফিকুল ইসলাম, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ আসনের প্রার্থী মো. ফজলুল হক মিলন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাজহারুল আলম প্রমুখ। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন