বগুড়ায় জাপার কার্যালয় দখল, ব্যানার সরালেও তালা খোলা হয়নি
![]() |
| বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে ঝুলানো ব্যানার দুটি খুলে ফেলা হয়েছে। তবে এখনো তালা খোলেনি। গত শনিবার তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
বগুড়ায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয় দখল করে টাঙানো ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের নির্দেশনার পর সোমবার রাতে ‘জুলাই গণ-অভ্যুত্থান গবেষণাকেন্দ্র’ ও ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাগণ’ লেখা ব্যানার দুটি খুলে নেওয়া হয়। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কার্যালয়ে লাগানো তালা এখনো খোলা হয়নি।
আজ বিকেল চারটায় শহরের কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাপার কার্যালয়ে গিয়ে দেখা যায়, গত শনিবার ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কার্যালয়ের বাইরে টাঙানো ব্যানার দুটি আর নেই। তবে কার্যালয়ের ফটকে তালা ঝুলছে।
জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার বলেন, ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে শনিবার কিছু ব্যক্তি জাপার কার্যালয় দখল করে বাইরে দুটি ব্যানার টাঙিয়ে দেন। জাপার মহাসচিবের পক্ষ থেকে বগুড়ার জেলা প্রশাসকের কাছে অভিযোগ করার পর গতকাল রাতে ব্যানার দুটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাঁদের লাগানো তালা এখনো খুলে দেওয়া হয়নি।
এদিকে জেলা জাপার কার্যালয় দখল করে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাগণ’ নামের ব্যানার ঝুলিয়ে দেওয়া হলেও জুলাই শহীদ পরিবারের কোনো সদস্য বা সংগঠন এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ বগুড়া শাখার পক্ষ থেকে আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে স্পষ্টভাবে জানাতে চাই, উক্ত ঘটনার সঙ্গে কোনো শহীদ পরিবারের সদস্য কিংবা সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তারা এ বিষয়ে কিছুই জানে না এবং এমন কোনো কর্মসূচি গ্রহণ বা সমর্থনও করে না। জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’
জুলাই শহীদ পরিবারের সদস্য আবির ইসলাম, নজরুল ইসলাম, শামছুল হক, উজ্জ্বল হোসেন, জিয়াউর রহমান প্রমুখের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি মহল পরিকল্পিতভাবে শহীদ পরিবারগুলোর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা তৈরির চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। জুলাই আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের পরিবারের নাম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অনৈতিক ও অমানবিক।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে কয়েকজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কবি নজরুল ইসলাম সড়কে জাপার কার্যালয় দখল করা হয়। এ সময় কার্যালয়ে জাপার পক্ষ থেকে টাঙানো একটি ব্যানার খুলে ফেলে কার্যালয়ের বাইরে ‘জুলাই গণ-অভ্যুত্থান গবেষণাকেন্দ্র’ ও ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাগণ’ লেখা দুটি ব্যানার টাঙানো হয়।
কার্যালয় দখলের পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিজেকে ‘জুলাই যোদ্ধা’ দাবি করে শহরের বাদুরতলা ইদরিস খান লেনের বাসিন্দা জোবায়ের আলম (৩৮) শনিবার বিকেলে সদর থানায় এ জিডি করেন। এতে হামলা ও হুমকির অভিযোগ আনা হয়। জিডিতে জেলা জাপার কার্যালয়কে ‘এনসিপির দলীয় প্রচারণা অফিস’ হিসেবে ব্যবহারের কথা উল্লেখ করা হয়। কার্যালয় দখলের ঘটনায় গত রোববার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে জাপার কার্যালয় থেকে ব্যানার সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

Comments
Comments