নির্বাচিত হলে ঈশ্বরদী-আটঘরিয়াকে আধুনিক জনপদ হিসেবে গড়ার প্রতিশ্রুতি হাবিবের
![]() |
| শনিবার ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন হাবিবুর রহমান হাবিব | ছবি: পদ্মা ট্রিবিউন |
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, 'আসন্ন নির্বাচনে জয়ী হলে এই অঞ্চলকে একটি আধুনিক ও তিলোত্তমা জনপদ হিসেবে গড়ে তোলা হবে।'
আজ শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি তাঁর এই উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম। গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর এদিনই প্রথম গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন ধানের শীষের এই প্রার্থী।
মতবিনিময় সভায় হাবিবুর রহমান হাবিব এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান ও অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, 'ঈশ্বরদীকে একটি উচ্চ মর্যাদার স্থানে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। পর্যায়ক্রমে জনপদের প্রতিটি সংকটের স্থায়ী সমাধান করা হবে।'
সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, 'তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকমুক্ত পরিবেশ গড়ার পাশাপাশি খেলাধুলার প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া সাংবাদিকদের অধিকার রক্ষায় ঈশ্বরদী প্রেসক্লাবসহ গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সব ধরনের দলীয় প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।'
শিক্ষা খাত নিয়ে সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, 'আওয়ামী লীগের শাসনামলে শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি নির্বাচিত হলে সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিচালনা পর্ষদ ঢেলে সাজাব, যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে।'
বিজয় অর্জনে আশাবাদ ব্যক্ত করে হাবিব ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশের সমন্বয়ে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হক ডাবলু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন এবং জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Comments
Comments