[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি

প্রকাশঃ
অ+ অ-
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী | ছবি: সংগৃহীত

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোন করে হুমকি দেওয়া হয়েছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করা হয়। ফোনে অকথ্য ভাষায় গালাগাল করা হয় এবং হুমকি দেওয়া হয়।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র নিশ্চিত করেছে।

অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে গালাগাল করে বলা হয়, ‘এই...কী করছস, সাদ্দামের লগে কী করছস...।’ তবে পুলিশ সুপারকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি।

বিভিন্ন বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া ফোন কলের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি বলেন, তিনি কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার সকাল থেকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া ফোন কল পেয়েছেন। তিনি বলেন, ‘এটা অনভিপ্রেত। আমি এটি নিয়ে মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে, সেখানে প্রশাসন সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাদের পাশে ছিল। যেই হন, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাগেরহাটের পুলিশ ও প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত হুমকি সহ ফোন কলের বিষয়ে থানায় কোনো মামলা বা জিডি করার তথ্য পাওয়া যায়নি। কয়েকজন কর্মকর্তা এ ধরনের ঘটনা ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘বিব্রতকর’ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, দুঃখজনক ও হৃদয়বিদারক একটি ঘটনাকে পুঁজি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন