[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নরসিংদীতে গ্যারেজে যুবকের দগ্ধ লাশ

প্রকাশঃ
অ+ অ-
চঞ্চল ভৌমিক | ছবি: সংগৃহীত

নরসিংদীতে একটি গ্যারেজের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে চঞ্চল ভৌমিক (২৫) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ‘পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা’ বলে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। তবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে। তিনি ওই গ্যারেজে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও চঞ্চল গ্যারেজে ঘুমিয়েছিলেন। রাতে সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গ্যারেজের ভেতরে তাঁর অগ্নিদগ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পরদিন সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে চঞ্চলের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

লাশ উদ্ধারকারী নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মো. ইসহাক মিয়া বলেন, শুরুতে ধারণা করা হয়েছিল, শর্টসার্কিট থেকে আগুন লেগে চঞ্চল দগ্ধ হন। তবে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাতনামা ব্যক্তি আশপাশ থেকে মবিলমাখা কাগজ ও কাপড় কুড়িয়ে এনে গ্যারেজের সামনে আগুন ধরান। তাঁর আচার-আচরণ মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মতো মনে হয়েছে। ওই আগুন থেকেই ঘটনাটি ঘটেছে কি না, তা নিশ্চিত নয়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর আল মামুন বলেন, ফুটেজে দেখা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর সঙ্গে ঘটনার কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্যারেজের মালিকের কাছ থেকে একটি অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন