[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বললেন, অন্যায় করলে ভাইকেও বেঁধে রাখা হবে

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ার এলাকায় আজ শনিবার সকালে নির্বাচনী প্রচার চালান ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, তাঁর নাম ভাঙিয়ে অনেকে অন্যায়ভাবে সুবিধা নিতে পারে। তাই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায় কাজে যদি তাঁর নিজের ভাইও যুক্ত হয়, তাকেও বেঁধে রাখতে হবে।

আজ শনিবার সকালে নির্বাচনী প্রচার শুরুর আগে এক সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন এস এম জাহাঙ্গীর। বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের উত্তরা স্কয়ার এলাকা থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যদি কেউ ন্যায়ের পথে থাকে, ন্যায়ের কথা বলে, তাঁকে সহযোগিতা করবেন। আর অন্যায়ভাবে কেউ সহযোগিতা চাইলে, তাকে কোনো রকম সাহায্য দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘বিএনপি একটি বড় দল। এই দলে খারাপ দু–একজন ছিল বা নেই, সেটা আমি বলব না। কিন্তু যারা খারাপ মনমানসিকতা পোষণ করেন, তাদের আমি বলব, যদি সত্যিই বিএনপি করতে চান এবং ভালো মানুষ হন, তাহলে করতে পারবেন। তা না হলে বিএনপি করার কোনো সুযোগ নেই।’

নির্বাচিত হলে কোনো কল্যাণ সমিতি, মসজিদ কমিটি বা ধর্মীয় প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন বিএনপির এই প্রার্থী। এছাড়া তিনি বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাং যাতে সৃষ্টি না হয়, তা রোধ করতে হবে।

পথসভায় ঢাকা মহানগর উত্তর বিএনপি, উত্তরা পশ্চিম থানা বিএনপি, ঢাকা উত্তর সিটির ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পথসভা শেষে উত্তরার সোনারগাঁও জনপথ অ্যাভিনিউ থেকে প্রচার শুরু করেন এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি প্রচারপত্র বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন