[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাগেরহাটে কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
মৃত্যুর খবরে এলাকাবাসীর ভিড় | ছবি: পদ্মা ট্রিবিউন 

বাগেরহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কারাবন্দি নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রীর এবং মেঝে থেকে শিশুপুত্রের মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সাদ্দাম বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি।

নিহতরা হলেন ছাত্রলীগ নেতার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তাঁদের শিশুপুত্র নাজিম হোসেন। স্বর্ণালী জেলা জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে ছাত্রলীগ নেতা সাদ্দামের সঙ্গে তাঁর বিয়ে হয়। নাজিম এই দম্পতির একমাত্র সন্তান ছিল। ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে রয়েছেন।

জুয়েল হাসান সাদ্দাম | ছবি: সংগৃহীত

স্বর্ণালীর ভাই শুভ জানান, স্বামী দীর্ঘদিন কারাবন্দী থাকায় হতাশ হয়ে স্বর্ণালী প্রথমে তাঁর শিশুকে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন বলে তাঁদের ধারণা।

শুভ আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জুয়েল হাসান সাদ্দাম গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন। স্বর্ণালী তাঁকে খুব ভালোবাসতেন এবং তাঁকে কারাগার থেকে মুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে নানা চেষ্টা করছিলেন। এই কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকেই প্রথমে ৯ মাসের শিশুকে বালতির পানিতে ডুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন।

শুভ জানান, সাদ্দামের বাড়িতে তাঁর মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে থাকতেন।

স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার বলেন, ,আমার মেয়ে আত্মহত্যাই করেছে। আমরা কাউকে দোষ দিতে চাই না। ময়নাতদন্ত ছাড়াই মেয়ে ও নাতির মরদেহ নেওয়ার জন্য আমরা আবেদন করেছি। এখন প্রশাসন যে সিদ্ধান্ত নেবে।,

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল সকালে ময়নাতদন্ত হবে।,

তিনি আরও বলেন, নিহতের পরিবার, শ্বশুরবাড়ির লোক ও স্থানীয়দের কথা অনুযায়ী, নিজের সন্তানকে হত্যার পর ওই নারী আত্মহত্যা করেছেন। মূলত ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন