[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কারিগরি ত্রুটিতে জকসুর ভোট গণনা স্থগিত করল নির্বাচন কমিশন

প্রকাশঃ
অ+ অ-
কারিগরি ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনার আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন | ছবি: পদ্মা ট্রিবিউন 

কারিগরি ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জকসু, নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার স্থান কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জকসুর নির্বাচন কমিশনার আনিসুর রহমান এ তথ্য জানান।

আনিসুর রহমান বলেন, ‘আমরা টেকনিক্যাল কারণে ভোট গণনা বন্ধ রেখেছি। আপনারা জানেন, শুরু থেকেই আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। ভোটের গণনায় হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এখানে দুটি মেশিন আনা হয়েছে, দুটি কোম্পানির।’

তিনি বলেন, ‘টেকনিক্যাল কারণে আমরা এখন ভোট গণনা বন্ধ করেছি। এই পরিস্থিতিতে আমাদের যারা ভিপি ও জিএস ক্যান্ডিডেট আছেন, উভয় প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা, তাদের সঙ্গে আমরা আলোচনা করব। আপনারা দয়া করে শিক্ষক সমিতির লাউঞ্জে বসবেন। এরপর আমরা সিদ্ধান্ত নেব।’

পরে তিনি প্রার্থীদের সঙ্গে আলোচনার স্থান পরিবর্তন করে উপাচার্যের কনফারেন্স রুমের কথা বলেন।

জকসুর নির্বাচন কমিশনার প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসার কারণে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ব্যালট বাক্সগুলো পাহারা দিচ্ছেন পুলিশ সদস্যরা। রাত ১১টা। ৬ জানুয়ারি | ছবি: পদ্মা ট্রিবিউন 

এর আগে নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম রাত নয়টার দিকে জানিয়েছেন, দুটি মেশিনে ভিন্ন রকম ফলাফল দেখাচ্ছে। দুটি মেশিনে যেন অভিন্ন ফলাফল আসে, সে চেষ্টা করা হচ্ছে।

আজ সকাল নয়টা থেকে শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এসব ভোটারও ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।

সব কেন্দ্রের ভোট শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে আনা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

জকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন। এতে চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিয়েছেন। সেগুলো হলো ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।

এ ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থীও অংশ নিয়েছেন। ভোটে ভিপি পদে ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন