[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

উপকূলীয় এলাকায় নির্বাচন-গণভোটের নিরাপত্তায় কোস্টগার্ড মোতায়েন

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ কোস্টগার্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপকূলীয় এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। এই লক্ষ্য পূরণে ১৮ জানুয়ারি থেকে উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকায় কোস্টগার্ডের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। এই কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, মোট ২৮ দিন চলবে।

কোস্টগার্ড জানায়, ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ৩৯টি ভোটকেন্দ্রে বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব এলাকায় নিয়মিত টহল চালানো হচ্ছে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে উৎসবমুখর ভোটের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের বিষয়টি জনগণকে জানানো হচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন বয়স ও পেশার মানুষকে গণভোটের বিষয়ে অবহিত করে নাগরিকদের অংশগ্রহণে একটি নতুন বাংলাদেশ গঠনে উদ্বুদ্ধ করার কাজও করা হচ্ছে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভোটাধিকার নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্টগার্ড সতর্ক ও প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নিরাপদ পরিবেশ তৈরিতে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিশ্রুতিবদ্ধ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন