থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান, দুই কিশোরসহ আটক ৬
![]() |
| চকরিয়া থানা | ছবি: সংগৃহীত |
কক্সবাজারের চকরিয়া থানার সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজন কিশোরসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে চকরিয়া থানা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইবুল ইসলাম (২২) ও ওমর ফারুক (১৮)। বয়স ১৮ বছরের কম হওয়ায় বাকি দুজন কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় কয়েকজন থানার সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন। এতে থানার আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে থানার ওসি থানা থেকে বের হয়ে ধাওয়া দেন এবং অটোরিকশাসহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
ইজিবাইকের চালক মো. মারুফের বাবা কামাল হোসেন বলেন, তার ছেলে শুধু ইজিবাইক চালান। স্লোগান দেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। যাঁরা স্লোগান দিয়েছেন, তারা পালানোর চেষ্টা করলে পুলিশ আটক করে। কিন্তু তাঁর ছেলেকেও ইজিবাইকসহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি দাবি করেন, তার ছেলে নিরপরাধ এবং তিনি তাঁর মুক্তি চান।
চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, অটোরিকশা নিয়ে ছদ্মবেশে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয়জনকে আটক করে। যাচাই-বাছাই শেষে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments