চট্টগ্রামে স্কুলছাত্রের গলা কাটা লাশ
![]() |
| মোহাম্মদ শাহেদ ইসলাম | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত |
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বিল থেকে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারীহাটের হাজারী বিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল।
নিহত স্কুলছাত্রের নাম মোহাম্মদ শাহেদ ইসলাম। তিনি একই ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহৎপাড়ার দুবাই প্রবাসী মোহাম্মদ আবদুল মোনাফের ছেলে। শাহেদ পারুয়া সাহাব্দীনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের পরিবার জানায়, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেনি। আত্মীয়স্বজন ও বন্ধুরা তাকে খুঁজেও পাননি। পরে পরিবারের পক্ষ থেকে রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মঙ্গলবার সকালে স্থানীয়রা হাজারীহাটের হাজারী বিলে গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে শাহেদ ইসলামের লাশ শনাক্ত করেন। এ সময় সেখানে হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন মুঠোফোনে জানান, স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Comments
Comments