আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫
![]() |
| রাজবাড়ী জেলা সভাপতি আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় তাঁর সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। রোববার | ছবি: ভিডিও থেকে |
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা সভাপতি শাহিন শেখ (৩৩) আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
পুলিশ জানায়, শাহিন শেখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলার আসামি। গত শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। রোববার দুপুরে পুলিশ তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত থেকে বের করার সময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পুলিশ দ্রুত শাহিন শেখকে আদালত চত্বর থেকে সরিয়ে কারাভ্যানে নিয়ে যায়। এরপর নেতা-কর্মীরা সেখান থেকে সটকে পড়েন।
এরপর সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন চরলক্ষ্মীপুর নতুন বাজার এলাকার আবদুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আবদুল হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০) এবং অন্য তিনজন কিশোর। পুলিশ জানিয়েছে, তারা প্রত্যেকেই ছাত্রলীগের কর্মী ও সমর্থক।
শাহিন শেখ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি। তিনি সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। ২০২২ সালের মার্চে তিনি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব নেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ, হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রোববার সন্ধ্যায় ছাত্রলীগের পাঁচ কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments
Comments