সিলেটে ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলনে ক্লাস-পরীক্ষা স্থগিত
![]() |
| শাটডাউন ঘোষণা করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে এ কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা একটা পর্যন্ত কলেজে কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও হয়নি।
কলেজের শিক্ষার্থীরা জানান, দেশের চারটি বিশেষায়িত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে দীর্ঘ ১৮ বছর ধরে চলা বৈষম্য নিরসনের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে সুপারিশ করা হয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। তবে সেটি এখনও বাস্তবায়ন করা হয়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, রহস্যজনকভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অনীহার কারণে সুপারিশটি বাস্তবায়িত হয়নি। দুই দিন আগে আলটিমেটাম দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে শিক্ষার্থীরা কলেজের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে গতকাল সন্ধ্যা থেকে কর্মসূচি শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি চলবে।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসে আছেন। তবে তাঁদের ‘শাটডাউন’ কর্মসূচিতে কলেজের তিনটি একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে। এ কারণে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

Comments
Comments