ব্রাহ্মণবাড়িয়ায় উত্ত্যক্তের জেরে গুলিবিদ্ধ যুবক
| গুলি | প্রতীকী ছবি |
ব্রাহ্মণবাড়িয়ায় উত্ত্যক্ত করার একটি ঘটনার জেরে সাগর মিয়া ওরফে রাজু নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সাগর মিয়া জেলা শহরের ফুলবাড়িয়ার বাসিন্দা আবু সাঈদের ছেলে। তিনি ব্যবসায়ী এবং প্রাইভেট কার ভাড়া দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়ায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং যিনি গুলি করেছেন তাঁরা একসঙ্গে চলাফেরা করতেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়রা, আহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানিয়েছেন, মঙ্গলবার মুন্সেফপাড়ায় উত্ত্যক্তের একটি ঘটনার কারণে সাগরের সঙ্গে কয়েকজন যুবকের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর বুধবার মাগরিবের পর শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিস্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁকে হামলা করা হয়। একপর্যায়ে একজন গুলি করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়ুন কবীর জানান, আহত ব্যক্তির বুকের বাঁ পাশে এবং ডান পায়ের ঊরুতে গভীর ক্ষতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাগরকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।
Comments
Comments