[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিমানবন্দরসহ আশপাশের এলাকায় জোর নিরাপত্তা

প্রকাশঃ
অ+ অ-
বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফটকসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিমানবন্দর থেকে বের হওয়া ফটক থেকে পূর্বাচলের গণসংবর্ধনাস্থল পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় সংখ্যা অবস্থান নিয়েছে।

তবে বিমানবন্দরের ভিআইপি ফটক থেকে প্রধান সড়ক পর্যন্ত পুলিশের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গেছে।

জরুরি বিদেশগামী যাত্রী ছাড়া আর কাউকে বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

তারেক রহমানের আগমনকে কভার করতে আসা সাংবাদিকরাও ভিআইপি ফটক থেকে ২০০ গজ দূরে অবস্থান করতে হচ্ছে।

তারেক রহমান, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রেড জোনে তাকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন