তারেক রহমানের ফিরে আসা স্মরণীয় করতে বিএনপির বিভিন্ন উদ্যোগ
![]() |
| বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। সেদিন বেলা ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা চাই, তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেসব দৃষ্টান্ত রয়েছে, সেগুলোকে ছাড়িয়ে যায়। আবার আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন এ রকম কোনো ঘটনা না ঘটে। সেই লক্ষ্যেই আমরা এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সব আয়োজন করছি।’
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ। তাঁর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে। এ সময় তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম।
পরে বিকেল চারটার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আজ আমরা সরেজমিনে বিমানবন্দরের সেই জায়গা পরিদর্শন করেছি, যেখানে তারেক রহমান অবতরণ করবেন। তিনি কোথা থেকে গাড়িতে উঠবেন এবং কোন কোন রাস্তা দিয়ে যাবেন, সেগুলোও দেখা হয়েছে। যেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন কিংবা বাসায় যাবেন, সব পথই পরিদর্শন করা হয়েছে।’
তারেক রহমানের আগমন ঘিরে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করতে বিমানবন্দরে যাওয়া হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে দলের নিরাপত্তা টিম কথা বলেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। দেশে ফিরে তারেক রহমান সরাসরি হাসপাতালে গিয়ে মাকে দেখতে পারেন। এ কারণে তারেক রহমান দেশে ফেরার পর তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
বিএনপির একাধিক সূত্র জানায়, ঢাকায় আসার পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন। ওই বাসার পাশেই ‘ফিরোজা’। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক বছর ধরে এই বাসাতেই থাকছেন।

Comments
Comments