রাজধানীতে ফ্লাইওভার থেকে ৪ ককটেল নিক্ষেপ, নারী আহত
![]() |
| শান্তিনগর এলাকায় ককটেল বিস্ফোরণে আহত নারী | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নারী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে শান্তিনগর ক্রসিংয়ের পূর্ব সিগন্যালে ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে এক নারী কপালে আঘাত পান। আহত নারীকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত হননি। পরে বিকেল ৫টার দিকে মগবাজার ফ্লাইওভারের রেইনবো ক্রসিং এলাকায় আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়। এ বিস্ফোরণেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিএমপির ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মৌচাক ও শান্তিনগরের মাঝামাঝি এলাকায় ফ্লাইওভার থেকে অন্তত তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ‘ককটেল বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
রমনা থানার ওসি রাহাত খান বলেন, ‘দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। একটি রমনা থানার আওতাধীন এলাকায় এবং অন্যটি শাহজাহানপুর থানার আওতাধীন এলাকায়।’

Comments
Comments