ফেনীতে ছিনতাইয়ের সময় কুপিয়ে আহত দোকানির মৃত্যু
![]() |
| নিহত মোহাম্মদ বাকের | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত |
ফেনীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক দোকানির মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে গত ৭ ডিসেম্বর মধ্যরাতে তিনি ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত দোকানির নাম মোহাম্মদ বাকের। তিনি সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের খায়েজ আহম্মেদের ছেলে। তাঁর লেমুয়া বাজারে একটি দোকান রয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওই ইউনিয়নের দেওয়ানজি বাড়ি পুকুরের সামনে তিনি ছিনতাইয়ের শিকার হন। এ সময় তাঁকে কুপিয়ে জখম করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. শাহজাহান সুজন (২৪) ও শাকিল খান (২২)। সুজন ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টারপাড়া মুহুরি বাড়ির আবদুল কাশেমের ছেলে। শাকিল সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর স্লুইসগেট এলাকার জসিম উদ্দিনের ছেলে। তাঁরা দুজনই ফেনীতে সংঘটিত ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৭ ডিসেম্বর মোহাম্মদ বাকেরকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।
বাকেরের স্ত্রী খালেদা আক্তার বলেন, ‘আমার স্বামীর মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই তিনি অচেতন ছিলেন।’
ফেনী মডেল থানার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় দোকানি বাকেরের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Comments
Comments