মানবতাবিরোধী অপরাধ হলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে ট্রাইব্যুনালে: তাজুল ইসলাম
![]() |
| আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ১ ডিসেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিডিআর হত্যাকাণ্ড যদি মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে, তবে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এ হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ ইতিমধ্যেই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে পৌঁছেছে, যা তারা যাচাই-বাছাই করবেন।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তাজুল ইসলাম এসব কথা জানান। তিনি বলেন, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গতকাল রবিবার অন্তর্বর্তী সরকারের কাছে এ হত্যাকাণ্ডের প্রতিবেদন জমা দিয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এসেছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হবে। এছাড়া, অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনও তারা দেখবেন। যদি মনে হয়, বিডিআর হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার উপযুক্ত, তাহলে সেই বিচার সেখানে হবে। অন্যথায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে।
তাজুল ইসলাম বলেন, কারা অপরাধী, পরিকল্পনাকারী, সহায়তাকারী বা সুবিধাভোগী ছিলেন এবং কারা এ ঘটনায় সম্পৃক্ত ছিল—এসব উদ্ঘাটন করা হয়েছে। এর ফলে আশা করা যায়, তাদের বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ওই প্রতিবেদনের সারসংক্ষেপ পাওয়া গেছে। সারসংক্ষেপ থেকে বোঝা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। স্বাধীন বাংলাদেশে রাজধানীর বুকে এত সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছিল। এতদিন পর্যন্ত এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত আলোর মুখ দেখেনি। এই সরকার তা উদঘাটন করেছে। জাতির সামনে উন্মোচন হয়েছে, পেছনে কারা মাস্টারমাইন্ড ছিলেন, কারা হত্যাকারী ও বেনিফিশিয়ারি।
তাজুল ইসলাম বলেন, এর ফলে যাঁরা আগে বিচারের বাইরে ছিলেন, তাঁদের বিচার করার সুযোগ তৈরি হয়েছে। অতীতে বিচারপ্রক্রিয়ায় যাঁরা অন্যায়ের শিকার হয়েছেন, তা প্রতিবেদন থেকে জানা যাবে। তিনি এটিকে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা উল্লেখ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন