[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাথার চুল কেটে গলায় সাউন্ডবক্স ঝুলিয়ে দুই তরুণকে নাচতে বাধ্য

প্রকাশঃ
অ+ অ-
মারধর | প্রতীকী ছবি

দুই তরুণকে ঘিরে আছে নানা বয়সের মানুষ। এক তরুণের মাথার একটি অংশ ন্যাড়া করে দেওয়া হয়েছে, আর অন্যজনেরও চুল কেটে দেওয়া হয়েছে। একজনের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটি হাঁস, অন্যজনের গলায় ঝোলানো সাউন্ডবক্স। সেই সাউন্ডবক্সে বেজে ওঠা গানের তালে তালে দুই তরুণকে নাচতে বাধ্য করা হচ্ছে।

এইভাবে তাদের হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। হাঁস চুরির অভিযোগে ওই দুই তরুণকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করা হয়। পরে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।

স্থানীয়রা জানান, ওই তরুণেরা এক গৃহস্থের দুটি হাঁস চুরি করার সময় ধরা পড়ে। এরপর এলাকাবাসী তাদের আটক করে মারধর করে। একপর্যায়ে তাদের চুল কেটে দিয়ে নাচতে বাধ্য করা হয়।

এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফসিউল আলম বলেন, ‘আটক করা দুই তরুণ বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁস চুরি করছিল। আমি জানতে পেরে তাদের পুলিশে দেওয়ার ব্যবস্থা করেছি।’ মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যাওয়ার আগেই এসব ঘটনা ঘটেছে।’

সন্দ্বীপ থানার ওসি জিয়াউল হক বলেন, ‘ওই দুই তরুণকে একাধিক চুরির মামলায় আমরা আগে থেকেই খুঁজছিলাম। শনিবার জনতার হাতে তাদের আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের নির্যাতনের বিষয়টি আমাদের জানানো হয়নি। ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসেনি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন