[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে সাবেক যুবদল নেতার মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
নিহত মোরশেদ আলম | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম মোরশেদ আলম ওরফে শিব্বির (৪৭)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।

মোরশেদ আলম বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের খামারবাড়ির আবদুল হকের ছেলে। তিনি বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মোরশেদ সৌদি আরব প্রবাসী ছিলেন এবং সেখানে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন দলের নেতারা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ইসলামপুর বাজারে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির উদ্যোগে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে মোরশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বদলকোট ইউনিয়ন বিএনপির সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘মোরশেদ কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। আবার তাঁর সৌদি আরব যাওয়ার কথা ছিল। তিনি দুঃসময়ে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানস্থলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ওসি মোহাম্মদ আবদুল মোন্নাফ বলেন, ‘বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন