ময়মনসিংহ-৮: ভোটের লড়াইয়ে নামতে বিএনপি ছাড়লেন সাবেক এমপি
![]() |
| ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবির। রোববার দুপুর ১২টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবির দলটির সব পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার দুপুর ১২টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ইতিমধ্যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দেওয়া পদত্যাগপত্রে শাহ্ নূরুল কবির উল্লেখ করেন, তিনি বর্তমানে ময়মনসিংহ জেলা শাখা (উত্তর) সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত অসুবিধার কারণে আজ থেকে দলের সব পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
শাহ্ নূরুল কবির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাঁকনহাটি গ্রামের বাসিন্দা। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ। মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন।
শাহ্ নূরুল কবির বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র ডাকযোগে দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আমি আগামী নির্বাচনে অংশ নেব।’

Comments
Comments