ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর-আগুন
![]() |
| ছায়ানট ভবনে হামলার শিকার সনজীদা খাতুনের ছবি | ছবি: পদ্মা ট্রিবিউন |
বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডির সংগীত বিদ্যাপীঠ ছায়ানট ভবনে আন্দোলনকারীরা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। সিসি ক্যামেরা-ভবনের দরজা, জানালা ও অন্যান্য সরঞ্জাম এতে ক্ষতিগ্রস্ত হয়।
![]() |
| ছায়ানট ভবনের প্রতিটি তলায় ভাঙচুর, কোথাও কোথাও অগ্নিসংযোগ করা হয়েছে। পুড়েছে বাদ্যযন্ত্রসহ নানা সরঞ্জাম | ছবি: পদ্মা ট্রিবিউন |
কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে এসময়। আগুন দেন ভবনের বাইরে। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে দেখা যায়, ৬ তলা ভবনটির নিচ তলায় আগুন লাগানোর চিহ্ন রয়ে গেছে। তোশক, তবলা, চেয়ার, হারমোনিয়াম সবকিছু ভাঙাচোরা অবস্থায় রয়েছে। দোতলা থেকে ছয়তলার প্রতিটি কক্ষে থাকা সব জিনিসপত্র, বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী একজন কর্মী জানান, হামলা ভাঙচুরে অফিসের দলিল ও
শিক্ষার্থীদের কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়। ভাঙচুর করা হয় সভাপতির কক্ষ,
বিদ্যায়তন, রমেশ চন্দ্র স্মৃতি মিলনায়তন, মূল মিলনায়তন, শৌচাগার। তিনতলার একটি কক্ষে হারমোনিয়াম ও স্তুপাকারে রাখা কিছু বই পোড়ানো ছিল। সনজীদা খাতুন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পেইন্টিংটি কেটে ফেলা হয়েছে।
রাত সোয়া তিনটায় ছায়ানট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার মিঠুন সিংহ বলেন, ‘বিক্ষুব্ধ জনতা ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবন ভাংচুর ও আগুন দিয়েছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে আছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত রয়েছেন।’
![]() |
| ছায়ানটের ভেতর ভাঙচুর করে বিক্ষুব্ধরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও সমর্থকরা। এই বিক্ষোভের অংশ হিসেবে তারা রাত থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করেছে। পরে রামপুরা, মিরপুর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি করে।
রাত ১২টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর এবং নথিপত্রে অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে তারা ডেইলি স্টার কার্যালয়ের দিকে অগ্রসর হয় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনী ডেইলি স্টার কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এনেছে। সেখানে অন্তত দুটি ইউনিট কাজ করছে।



Comments
Comments