[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচনী টক শোতে প্রশ্নে উত্তেজনা, সমর্থকের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর

প্রকাশঃ
অ+ অ-
লক্ষ্মীপুরে নির্বাচনী টক শোতে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনী টক শো চলছিল। অনুষ্ঠানে উপস্থিত এক প্রার্থীকে দর্শকদের একজনের প্রশ্ন করার পর হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো চলছিল। এ সময় একজন সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে প্রশ্ন করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ইসলামী আন্দোলনের সমর্থকরা। এরপর বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির নাজমুল হাসান ও ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী জানান, নিজেদের নেতা-কর্মীদের মধ্যে কিছু ভুল–বোঝাবুঝি হয়েছে। সিনিয়র নেতাদের হস্তক্ষেপে নেতা-কর্মীরা শান্ত হন।

উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, কর্মীরা একটু উত্তেজিত হয়েছেন। কিছু চেয়ার ভাঙচুর হয়েছে। পরে সবাই শান্ত হয়ে গেছেন।

রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘সামান্য হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। তবে কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন