[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে অতর্কিত হামলা

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে অতর্কিত হামলার পর লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ | ছবি: পদ্মা ট্রিবিউন

চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে শান্তিপূর্ণ মানববন্ধনের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে।

ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তেজগাঁও থানা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব আবদুর রহমানের অনুসারীরা হামলা চালিয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আবদুর রহমান ও তাঁর অনুসারীরা কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেট থেকে চাঁদাবাজি করে আসছেন। এ মানববন্ধন ঠিক সেই চাঁদাবাজির প্রতিবাদে আয়োজন করা হয়েছিল। হামলায় কয়েকজন ব্যবসায়ী আহত হন। পরে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের প্রতিহত করেন।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল সোয়া ১১টায় কিচেন মার্কেটের সামনে সহস্রাধিক ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন। হঠাৎ একদল লোক এসে তাঁদের ওপর হামলা চালায়। এতে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হন। পরে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেওয়ার পর হামলাকারীরা পালিয়ে যায়। এর পর ব্যবসায়ীরা কিচেন মার্কেটের সামনে বিক্ষোভ দেখান। ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা উত্তেজনা বিরাজ করছিল।

বেলা ১টার সময় কিচেন মার্কেটের সামনে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছিল।

কারওয়ান বাজারের ইসলামিয়া শান্তি সমিতির সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘কারওয়ান বাজার সুপারমার্কেট, কিচেন মার্কেট, এক ও দুই নম্বর সুপারমার্কেটের ব্যবসায়ীরা আবদুর রহমান ও তাঁর সহযোগীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিভিন্ন দোকানভিত্তিক মাসিক ও দৈনিক হারে চাঁদা নেওয়া হচ্ছে। বরফ বিক্রেতাদের কাছ থেকেও অর্থ আদায় করা হচ্ছে। আবদুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গতকাল তিনটি মামলা দায়ের হয়েছে।’

বেলায়েত হোসেন বলেন, ‘চাঁদাবাজির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম। হঠাৎ বহিরাগত কিছু লোক এসে হামলা চালায়। এতে অনেক ব্যবসায়ী আহত হন। মানববন্ধনের বিষয়টি আগে থেকেই থানা-পুলিশকে জানানো হয়েছিল, তারপরও হামলা হলো।’

তিনি আরও বলেন, আবদুর রহমান তেজগাঁও থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার হলেও, দলীয় পরিচয় ব্যবহার করে তিনি এখনো চাঁদাবাজি করছেন। ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারওয়ান বাজারকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রশাসনের হস্তক্ষেপে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ বলেন, যারা মানববন্ধন করেছেন, তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। ব্যবসায়ীদের কমিটিসংক্রান্ত বিরোধের কারণে আবদুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। সেখানে আরেকটি গ্রুপ হামলা করেছে। আবদুর রহমানকে বহিষ্কার করা হয়েছিল একটি ভুল বোঝাবুঝি কেন্দ্র করে।

পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, এখানে ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ রয়েছে। মানববন্ধনের সময় এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মানববন্ধন শেষ হয়েছে, আহতরা থানায় এসে মামলা করতে পারবেন। সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন