[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আমরা আশঙ্কা করছি, এই রকম আরও ঘটনা ঘটতে পারে: মির্জা ফখরুল

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ যখন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছে, সেই সময় আবার কিছু দুর্বৃত্ত হত্যাকাণ্ডে লিপ্ত হচ্ছে। গত পরশু এমন একটি হত্যাচেষ্টা ঘটে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশঙ্কা করছি এই ধরনের আরও ঘটনা ঘটতে পারে।’

আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসরদের সাহায্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ অনেককেই তুলে নিয়ে হত্যা করেছিল। জাতি তখন তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারায়।’

তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশকে মেধাহীন করার জন্য এই হত্যাকাণ্ড করা হয়েছিল। এই দিনে আমরা বারবার সেই শ্রেষ্ঠ সন্তানদের কথা মনে করব এবং স্বাধীনতার চেতনা এগিয়ে নিয়ে যাব।’

মির্জা ফখরুল জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁর পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন এবং শপথ নিয়েছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় কাজ করার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন