[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘অভিনব’ কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই

প্রকাশঃ
অ+ অ-
ছিনতাই | প্রতীকী ছবি

চট্টগ্রামে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অস্ত্র কিংবা ছুরি ব্যবহার করা হয়নি। যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বমির কথা বলে গাড়ি একটি নির্জন জায়গায় থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুল ইসলাম আজ রোববার দুপুরে চান্দগাঁও থানায় মামলা করার পর বিষয়টি প্রকাশ করেন। আনিছুল ইসলাম বহদ্দারহাট এলাকায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করেন।

আনিছুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো বাসায় যাওয়ার জন্য বহদ্দারহাট মোড়ে দাঁড়ান। তখন গাড়িতে ওঠার জন্য ভিড় ছিল, ফলে তিনি বাসে উঠতে পারেননি। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা চান্দগাঁও সি অ্যান্ড বি মোড় যাবে বলে যাত্রী ডাকতে থাকে। অটোরিকশার পেছনে দুজন যাত্রী এবং চালকও তাঁর পাশে একজন যাত্রী ছিলেন। পেছনের আসনে ওঠেন আনিছুল ইসলাম।

অটোরিকশাটি বহদ্দারহাট মোড় থেকে বাস টার্মিনালের সামনে জিয়া কমপ্লেক্সের সামনে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের একজন বমি করবেন বলে জানান। তখন চালক গাড়ি থামিয়ে দেন কিছুটা নির্জন এলাকায়। বমির কথা বলে যাত্রী নামার জন্য আনিছুলসহ আরেক যাত্রী অটোরিকশা থেকে নামেন। এ সুযোগে আনিছুলের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা দ্রুত অটোরিকশা করে চলে যান।

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, ‘বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন