[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার পাচ্ছেন ৯ জন

প্রকাশঃ
অ+ অ-

বাংলা একাডেমি পরিচালিত আটটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর মোট ৯ জন এই পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের এ পুরস্কার দেওয়া হবে। এ পুরস্কারের অর্থমূল্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত। বাংলা একাডেমির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ বছর সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক মনসুর মুসা। ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এর অর্থমূল্য এক লাখ টাকা।

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেয়েছেন খসরু চৌধুরী। প্রকৃতি ও বিজ্ঞানচর্চায় সামগ্রিক অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অর্থমূল্য এক লাখ টাকা।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন সানাউল হক খান। বাংলা কবিতায় সামগ্রিক অবদানের মূল্যায়নে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অর্থমূল্য এক লাখ টাকা।

সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন হাফিজ রশিদ খান। বিভিন্ন নৃগোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে তাঁকে পুরস্কার দেওয়া হয়েছে। অর্থমূল্য এক লাখ টাকা।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান। অভিনয়, নাট্য নির্দেশনা ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অর্থমূল্য এক লাখ টাকা।

আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন শিবব্রত বর্মন। অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অর্থমূল্য এক লাখ টাকা।

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পেয়েছেন সফিক ইসলাম। ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ গ্রন্থের জন্য গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য তাঁকে পুরস্কার দেওয়া হয়েছে। অর্থমূল্য ৫০ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন দুজন। প্রথমজন সুব্রত বড়ুয়া। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অর্থমূল্য দুই লাখ টাকা।

আর অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের মূল্যায়নে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন আনিসুর রহমান। অর্থমূল্য এক লাখ টাকা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন