[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুড়িগ্রামে নৈশপ্রহরীকে হত্যা করে ডাকাতি

প্রকাশঃ
অ+ অ-
তপন কুমারের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী মোনা রানী। আজ রোববার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আকিজ সিগারেট কোম্পানির অফিসে ডাকাতির সময় নৈশপ্রহরী নিহত হয়েছেন। ঘটনা ঘটে শনিবার রাতে।

নিহত নৈশপ্রহরী তপন কুমার সরকার (৫০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া এলাকার বাসিন্দা।

রোববার সকাল নয়টার দিকে রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় ওই কোম্পানির অফিস প্রাঙ্গণে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গভীর রাতে ডাকাত দল অফিসে ঢুকে নৈশপ্রহরীকে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অফিস থেকে বিভিন্ন মালামাল ও প্রায় ৩৪ লাখ টাকা ডাকাতি হয়েছে।

তপন কুমারের স্ত্রী মোনা রানী বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

রাজারহাট থানার ওসি আবদুল ওয়াদুদ বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন