[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারেক রহমানের প্রত্যাবর্তনের আনন্দমিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
বিএনপি নেতা আবুল বশর | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দমিছিল শেষে দলের এক নেতার মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে।

নিহত নেতার নাম আবুল বশর (৫৫)। তিনি ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝির টেক গ্রামের মৃত আহাম্মদ হকের ছেলে এবং ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সদস্য ছিলেন।

দলীয় সূত্র জানায়, সন্ধ্যায় ওই বাজারে তারেক রহমানের আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি আনন্দমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষ হয়ে কার্যালয়ে পৌঁছানোর পর আবুল বশর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইছাখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান বলেন, ‘তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর আর বাঁচানো যায়নি।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানিয়েছেন, ‘গতকাল সন্ধ্যায় আবুল বশরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।’

আজ বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। আবুল বশরের আকস্মিক মৃত্যুতে ইউনিয়ন ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোক জানিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন