[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গণঅধিকারের সঙ্গে আসিফের আলোচনা; মাহফুজের অবস্থান নিয়ে ধোঁয়াশা

প্রকাশঃ
অ+ অ-
অর্ন্তবর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া | ছবি: কোলাজ

নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার রাজনৈতিক পথ নিয়ে নানা আলোচনা চলছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হবেন—এ তথ্য তিনি আগেই জানিয়ে দিয়েছেন। তবে মাহফুজ আলম এখনো তাঁর অবস্থান পরিষ্কার করেননি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে গণঅধিকার পরিষদের আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, 'গণঅধিকারে যোগ দেওয়ার বিষয়ে আসিফ মাহমুদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা ইতিবাচক। তিনি আসতে চাইলে দলে তাঁকে সম্মানজনক পদ দেওয়া হবে। আমরা আগেও একসঙ্গে আন্দোলন করেছি।’

সদ্য পদত্যাগী উপদেষ্টা মাহফুজ আলম সম্পর্কে জানতে চাইলে রাশেদ বলেন, ‘মাহফুজের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

পদত্যাগের আগে বুধবার সংবাদ সম্মেলনে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি নিজ দলের সহযাত্রীদের সংগঠন—জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হবেন?

জবাবে তিনি বলেন, ‘কোনো ধোঁয়াশা নয়, এ বিষয়ে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি। গণঅভ্যুত্থানের সময় আমি এখনকার এনসিপি নেতাকর্মীদের সঙ্গে যুক্ত ছিলাম। তবে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি এনসিপিতেই যোগ দিচ্ছি। আশা করি আগামী কয়েক দিনের মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’

আসিফ মাহমুদের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম বৃহস্পতিবার বলেন, ‘কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সিদ্ধান্ত নিলে সংবাদ সম্মেলন করে জানাবেন।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের ৮ অগাস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাতে ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হন আসিফ। পরে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই ছাত্রনেতাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা মাসখানেক আগেই জানান তিনি।

গত ৯ নভেম্বর ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকার কোনো একটি আসন থেকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে লড়তে চান।

আসিফ মাহমুদ এরই মধ্যে তাঁর ভোটার এলাকা কুমিল্লা থেকে ঢাকার ধানমন্ডিতে স্থানান্তর করেছেন।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম। লক্ষ্মীপুর-১ আসনের ভোটার মাহফুজ সেখানে বিএনপির প্রার্থী হতে পারেন—এমন গুঞ্জন শোনা গেলেও ওই আসনে এখন অন্য প্রার্থী দিচ্ছে দলটি।

পদত্যাগী উপদেষ্টা মাহফুজ আলমের অবস্থান জানতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন