দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশঃ
![]() |
| সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ২৬ ডিসেম্বর, ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের ওপর অবস্থিত গোডাউনে আগুন লেগে দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে আটতলা বাণিজ্যিক ভবনের ছাদের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। পরে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Comments
Comments