ফেনীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ‘পেট্রোল ঢেলে’ আগুন, পুড়ল ৩ মোটরসাইকেল
![]() |
| আগুনে পুড়ে গেছে ফেনী গ্রামীণ ব্যাংক ভবনের একাংশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
ফেনীতে পেট্রল ঢেলে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের বারান্দায় থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।
পুলিশ ও গ্রামীণ ব্যাংক কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার শর্শদী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের দ্বিতল কার্যালয়টি অবস্থিত। এ ভবনে কিছু কর্মচারী থাকেন। ভোর চারটার দিকে কার্যালয়ের নিচতলায় কলাপসিবল গেটের ভেতরে পেট্রল ঢেলে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত। নিরাপত্তা প্রহরীরা চিৎকার শুরু করলে উপরের তলায় থাকা কর্মচারীরা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে নিচে থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।
জানতে চাইলে গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, ‘দুর্বৃত্তদের দেওয়া আগুন নেভাতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলার কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Comments
Comments