[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ওসমান হাদি হত্যাচেষ্টার মূল আসামি ফয়সলের মা–বাবা গ্রেপ্তার: র‍্যাব

প্রকাশঃ
অ+ অ-
র‍্যাবের হাতে গ্রেপ্তার মো. হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগম | ছবি: র‍্যাবের সৌজন্যে

শরিফ ওসমান বিন হাদি হত্যাচেষ্টা মামলার মূল আসামি ফয়সল করিম মাসুদের মা–বাবাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে র‍্যাব–১০ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ফয়সলের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০) গ্রেপ্তার হন।

রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত মূল সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ। তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাঁরা দুজনই ভারতে পালিয়ে গেছেন।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হুমায়ুন–হাসি দম্পতির চার সন্তানের মধ্যে ফয়সল তৃতীয়। তিনি রাজধানীর আগারগাঁও এলাকায় তাঁর বোন মোসা. জেসমিন আক্তারের বাসায় প্রায়ই যাতায়াত করতেন। ঘটনার দিন রাতে ফয়সল একটি ব্যাগ নিয়ে জেসমিনের বাসায় ওঠেন। পরে বাসার ফাঁকা জায়গা দিয়ে ব্যাগটি ফেলে দেন। এরপর তাঁর ভাগনে জামিলকে (১৮) দিয়ে ব্যাগটি আবার নিয়ে আসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোনের একটি বাসার ছাদ থেকে ফেলে দেন। অন্যটি তাঁর মায়ের হাতে দেন। এরপর তিনি তাঁর মা–বাবার সঙ্গে দেখা করেন। সেখানে অবস্থান নিরাপদ মনে না হওয়ায় ফয়সল আগারগাঁও থেকে মিরপুর এবং পরে শাহজাদপুরে তাঁর বাবা হুমায়ুনের ভাতিজা আরিফের বাসায় যান।

র‍্যাব জানায়, ফয়সালের ব্যাগ নিয়ে তাঁর বাবা হুমায়ুন একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দেন। এ সময় তিনি কিছু টাকাও দেন। পরে হুমায়ুন–হাসি দম্পতি তাঁদের ছোট ছেলে হাসান মাহমুদের কেরানীগঞ্জের বাসায় যান। তাঁরা জুরাইন এলাকা থেকে দুটি সিম কিনে ব্যবহার করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন