প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় রাবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা
দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
গতকাল শুক্রবার রাতে সংগঠনটির সভাপতি সোহাগ আলী ও সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়েছে, যারা গণতন্ত্রের কথা বলে অথচ সংবাদমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ বা সম্পাদকদের ওপর শারীরিক আক্রমণ চালায়, তারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী নয়। ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা সম্ভব নয়। এ বিষয়ে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ।
নেতারা আরও বলেন, ‘প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরের ওপর ন্যক্কারজনক আচরণ স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংবাদমাধ্যমের কার্যালয় কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু হতে পারে না। সাংবাদিক ও সম্পাদকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। গণমাধ্যম, সাংবাদিক ও সম্পাদকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Comments
Comments