লালপুরে সাবেক স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়ে হত্যা
![]() |
| রবিন হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
নাটোরের লালপুর উপজেলায় সাবেক স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে রবিন হোসেন (২৩) নামের এক তরুণের বিরুদ্ধে। স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শোভ দিয়াড়পাড়া গ্রামে নাটোর–আব্দুলপুর রেলপথের পাশে এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম তান্নি খাতুন (২০)। তিনি লালপুর উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। অভিযুক্ত রবিন হোসেন একই উপজেলার চণ্ডীগাছা এলাকার কছিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসীর বরাতে লালপুর থানার ওসি মজিবর রহমান জানান, তান্নি ও রবিনের মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল। রবিন চাকরিতে যোগ দেওয়ার পর বিয়ে করতে রাজি না হলে তান্নি বিয়ের দাবিতে অনশন করেন। পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। তবে সংসারে বনিবনা না হওয়ায় বিয়ের ছয় মাস পর তাঁদের বিচ্ছেদ ঘটে। পরে দুজনই অন্যত্র বিয়ে করেন।
ওসি মজিবর রহমান আরও জানান, সম্প্রতি তান্নির সঙ্গে রবিনের আবার যোগাযোগ হয়। ছুটিতে বাড়ি এসে আজ বিকেলে রবিন তান্নিকে নিয়ে বেড়াতে বের হন। শোভ দিয়াড়পাড়া এলাকায় রেলপথের পাশে বসে গল্প করার এক পর্যায়ে রবিন ধারালো অস্ত্র দিয়ে তান্নিকে হত্যা করেন। এ সময় আশপাশের জমিতে কাজ করা শ্রমিকেরা ঘটনাটি দেখে সেখানে ছুটে যান এবং রবিনকে হাতেনাতে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। ঘটনাস্থল ঈশ্বরদী রেলওয়ে থানার আওতাভুক্ত হওয়ায় রবিনকে পরে ওই থানায় হস্তান্তর করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, লালপুর থানা-পুলিশের মাধ্যমে রবিন নামের এক তরুণকে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

Comments
Comments