[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গোলাম আযম-নিজামী-কাদের মোল্লার ছবি মুছে দিলো ঢাবির জগন্নাথ হল প্রশাসন

প্রকাশঃ
অ+ অ-
পানি দিয়ে মুছে দেওয়া হচ্ছে রাজাকার হিসেবে আঁকা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে | ছবি: পদ্মা ট্রিবিউন    

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় রাজাকার ও যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। গতকাল শনিবার রাতে হলের রবীন্দ্রভবন ও অক্টোবর স্মৃতি ভবনসংলগ্ন সড়কে এ ছবিগুলো আঁকা হয়। আর আজ রোববার সকালে তা মুছে ফেলা হয়েছে।

জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক বলেন, ১৪ ডিসেম্বর স্মরণে ডাকসুর পক্ষ থেকে কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি। তাই হল সংসদের পক্ষ থেকে ‘তুলির আঁচড়ে দ্রোহ’ নামে একটি কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বীকৃত রাজাকারদের ছবি আঁকেন।

সুদীপ্ত আরও বলেন, ‘কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ে মিলে এই ছবিগুলো মুছে দিয়েছে। হল প্রশাসন জানিয়েছে, তাদের নাকি ওপর থেকে নির্দেশ এসেছে।’

জগন্নাথ হলের ভেতরে রাস্তায় আঁকা হচ্ছে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি | ছবি: পদ্মা ট্রিবিউন    

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল বলেন, অনুমতি নেওয়ার সময় ছবি আঁকার বিষয়টি উল্লেখ ছিল না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে ছবি মুছে ফেলা হয়।

প্রক্টর সাইফুদ্দিন আহমদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন