রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ
| বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আজ দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ হয়। এ সময় রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
এসময় রাষ্ট্রপতি প্রধান বিচারপতির বিচার বিভাগ আরও শক্তিশালী ও স্বাধীন করার জন্য নেওয়া কাজের প্রশংসা করেন। বিশেষ করে প্রধান বিচারপতির উদ্যোগে আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় গড়ে তোলার বিষয়টি তিনি খুবই গুরুত্বপূর্ণ মনে করেন।
রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতে দেশে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির কাজ অন্যদের পথ দেখাবে। তিনি প্রধান বিচারপতির অবসরোত্তর জীবনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রধান বিচারপতি রেফাত আহমেদ রাষ্ট্রপতির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, বিচার বিভাগের কাজ আরও স্বাধীন ও শক্তিশালী করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সফল করতে রাষ্ট্রপতির সহায়তা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
Comments
Comments