চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর
প্রকাশঃ
![]() |
| নওফেলের বাড়িতে আগুন ও ভাঙচুর | ছবি: পদ্মা ট্রিবিউন |
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় 'ছাত্র-জনতার ব্যানারে' বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় ভাঙচুর এবং বাড়ির সামনে গাড়িতে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট চশমা হিলে নওফেলের বাসার সামনে অবস্থান করে। একপর্যায়ে তারা বাসার ভেতরে প্রবেশ করে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। বাসায় রাখা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান জানান, ঘটনাস্থলে পুলিশ টিম উপস্থিত রয়েছে এবং বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে থামানোর চেষ্টা করছে।

Comments
Comments