[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশঃ
অ+ অ-
ছুরিকাঘাত | প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় ছুরিকাঘাতে ১৯ বছর বয়সী মো. ফারুক নিহত হয়েছেন। তিনি পেশায় টাইলসমিস্ত্রি ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নয়ানগর এলাকার আল ফালাহ মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের পর ফারুককে তাঁর বন্ধু মো. সজীব উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সজীব জানান, নয়ানগরের কালু, শরিফ, আল আমিন, গালিবসহ ৮ থেকে ১০ জনের একটি দল ফারুকের বুক ও কোমরের ডান পাশে ছুরি প্রহার করে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারুকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়রাপুর গ্রামে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর নয়ানগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার বাবা মোহাম্মদ আলম যাত্রাবাড়ীতে নৈশপ্রহরীর কাজ করেন। পাঁচ ভাইবোনের মধ্যে ফারুক ছিলেন চতুর্থ।

ফারুকের বাবা জানান, তার ছেলে পেশায় টাইলসমিস্ত্রি ছিলেন এবং ওই দিন কাজের জন্য বাইরে যাননি, সারা দিন বাড়িতেই ছিলেন। তিনি বলেন, ‘বিকেলে আলম নামের ওর বন্ধু ফোন করে বাইরে ডাকে। কিছুক্ষণ পরই খবর পাই, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে হাসপাতালে এসে শুনি, মারা গেছে। ফারুকের বন্ধুরাই ওকে হত্যা করেছে।’

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, ‘সন্ধ্যায় ১৫ থেকে ২০ জনের মধ্যে মারামারি হয়েছে, এতে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং একজন মারা গেছেন। কী কারণে মারামারি হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন