[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশঃ
অ+ অ-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন  | ছবি: পদ্মা ট্রিবিউন  

 রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। সকাল ৭টা ৪ মিনিটে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক রাখেন। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এই সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুরে স্লোগান পরিবেশিত হয়।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আল-বদর ও আল-শামসরা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতির বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড ধ্বংস করে। এর দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। এ ঘটনার মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন