বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন
![]() |
| শোভাযাত্রা করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ১০টায় আয়োজন করা হয় বিজয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্লাজা চত্বর থেকে শুরু হয়ে শহীদ সাকিব আনজুম চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষ হয়। সেখানে পুষ্পাঞ্জলি অর্পণ করে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমান, আর সঞ্চালনা করেন ছাত্র উপদেষ্টা আবু জাফর মো. সাদী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডীন প্রফেসর শহীদুর রহমান।
এতে উপস্থিত ছিলেন প্রকৌশল স্কুলের উপাচার্য প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, ব্যবসায় ও আইন স্কুলের উপাচার্য ড. কানিজ হাবিবা আফরিন, আইকিউএসি-এর পরিচালক ড. মো. হাবিবুল্লাহ্, রেজিস্ট্রার লে. কর্নেল খালেদ বিন ইউসুফ (অব.) এবং বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

Comments
Comments