বড়দিনে খ্রিষ্টধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা
| রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুভ বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘বড়দিন উপলক্ষে আমি দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই’।
আজ বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপ্রধান এই শুভেচ্ছা জানান।
মো. সাহাবুদ্দিন বলেন, মহামতি যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। যিশু খ্রিস্ট ছিলেন সত্যান্বেষী, মানবজাতির মুক্তির দূত এবং আলোর দিশারি। শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও তিনি সব সময় শান্তি, সত্য ও ন্যায়ের বাণী প্রচার করেছেন। তিনি মানবজাতিকে ভালোবাসা, সেবা, ক্ষমা ও মহত্ত্বের শিক্ষা দিয়ে গেছেন।
রাষ্ট্রপতি বলেন, সব ধর্মের মূল কথা হলো মানুষের সেবা ও কল্যাণ। যিশু খ্রিস্টের আদর্শ ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। আজকের এই শুভ দিনে বিদ্যমান সাম্প্রদায়িক সৌহার্দ্য আরও দৃঢ় করে সবাইকে আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, শুভ বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক, সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি।
Comments
Comments