[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

উসকানিমূলক বক্তব্যের ধারাবাহিকতায় হামলার নিন্দা উদীচীর

প্রকাশঃ
অ+ অ-
উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারসহ সারা দেশে সন্ত্রাসবাদী হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ঢাকা, ২০ ডিসেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে চোরাগোপ্তা হামলা বলে উল্লেখ করেছেন সংগঠনটির নেতারা। তাঁরা বলেছেন, উগ্র ডানপন্থী গোষ্ঠীর অব্যাহত উসকানিমূলক বক্তব্য এবং উদীচীর নাম উল্লেখ করে ছাত্রশিবির নেতাদের দেওয়া হুমকির ধারাবাহিকতায় এই ন্যক্কারজনক হামলা ঘটেছে।

উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টারসহ সারা দেশে সন্ত্রাসবাদী হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সত্যেন সেন চত্বরে একটি সংস্কৃতিকর্মী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ। সমাবেশে উদীচীর নেতারা এই মন্তব্য করেন।

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, সহসাধারণ সম্পাদক রহমান মুফিজ, সাংগঠনিক সম্পাদক আরিফ নূর প্রমুখ।

সমাবেশে নেতারা উল্লেখ করেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাটি নব্য ফ্যাসিবাদী আক্রমণ। উদীচীর কার্যালয় সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

হামলাকারীরা চোরাগোপ্তা অভিযান চালিয়েছিল। তাঁদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। তারা দোতলার সিঁড়ি বেয়ে উঠে জানলার কাচ ভেঙে দাহ্য পদার্থ দিয়ে ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। খুব অল্প সময়ের মধ্যে তিনটি ব্যাটারিচালিত রিকশায় তারা ঘটনাস্থল ত্যাগ করে, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এমন হামলার হুমকির কথা জানা সত্ত্বেও প্রশাসন কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়নি বলে নেতারা অভিযোগ করেন। তাঁরা বলেন, সরকারের উদাসীন আচরণ দেখে মনে হচ্ছে, এই ধরনের হামলা, নৈরাজ্য ও প্রাণহানির জন্য উৎসাহ জোগানো হচ্ছে।

নেতারা আরও বলেন, উদীচীর বৈষম্যহীন সমাজ গড়ার লড়াইকে যারা ভয় পায়, তারাই বারবার হামলা চালাচ্ছে। তারা শুধু উদীচীর শত্রু নয়, বরং দেশেরও শত্রু। এ সময় সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিও জানানো হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন