[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এটি মধ্যযুগীয় কায়দায় চারপাশ থেকে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা: নূরুল কবীর

প্রকাশঃ
অ+ অ-

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নোয়াব আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় বক্তব্য দেন নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর। আজ সোমবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

দৈনিক নিউ এজ এর সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেছেন, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা করা হয়েছে মধ্যযুগীয় কায়দায় আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা হিসেবে।

তিনি বলেন, 'যখন সংবাদকর্মীরা কাজ করছেন, তখন পত্রিকা অফিসে আগুন লাগানো এবং ফায়ার সার্ভিস আসার সুযোগ বন্ধ করা খুব স্পষ্টভাবে দেখায় যে এই গোষ্ঠীর উদ্দেশ্য কী—তারা চেয়েছে তাদের সঙ্গে মতান্তর থাকা মানুষদের চারপাশ থেকে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা।' 

এই মন্তব্য তিনি করেন সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) আয়োজিত যৌথ প্রতিবাদ সভার সূচনা বক্তব্যে। সভাটি অনুষ্ঠিত হয় সোমবার বেলা ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে, শীর্ষক ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’। হামলা ও অগ্নিসংযোগের সময় সংহতি জানাতে ডেইলি স্টার কার্যালয়ের সামনে গেলে নূরুল কবীরকেও হেনস্তা করা হয়েছিল। সভায় এ বিষয়েও প্রতিবাদ জানানো হয়।

যৌথ প্রতিবাদ সভা শেষে রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে একটি মানববন্ধন হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী, আইনজীবী, সাংস্কৃতিক ও মানবাধিকারকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নূরুল কবীর বলেন, 'প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা শুধু কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিষয় নয়। যদি কোনো সমাজ এই ধরনের সহিংসতা মানে এবং বিরুদ্ধে দাঁড়ায় না, তবে শুধু সংগঠনগুলোই নয়, পুরো সমাজের উন্নতির পথও বন্ধ হয়ে যাবে।' 

তিনি আরও বলেন, 'পৃথিবীর যেকোনো স্থানে প্রতিটি পত্রিকার আলাদা সম্পাদকীয় নীতি ও নিজস্ব চিন্তাভাবনা থাকে। সবার মত প্রকাশের সুযোগ থাকা খুব গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।' 

সম্পাদক পরিষদের সভাপতির মতে, 'মানুষ, রাষ্ট্র ও অগণতান্ত্রিক শক্তিগুলোকে দেখানো প্রয়োজন যে গণতন্ত্রের বিকাশ এবং সংবাদমাধ্যমের উন্নতির স্বার্থে দেশের সব চিন্তাশীল মানুষ ও পেশাজীবী একত্রিত আছেন।' 

তিনি বলেন, সংবাদমাধ্যম ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষা করা শুধুমাত্র সংবাদকর্মীদের দায়িত্ব নয়, এটি পুরো সমাজের দায়িত্ব।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন