লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নেভাতে ১১টি ইউনিট
প্রকাশঃ
![]() |
| রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। বুধবার বেলা দেড়টার দিকে এই আগুন লাগে | ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে |
রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। বুধবার বেলা দেড়টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট যাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বেলা দেড়টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। লালবাগের চেয়ারম্যান ঘাটের কাছে ইসলামবাগ এলাকায় কারখানাটি অবস্থিত বলে জানা গেছে। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, সেটি একটি প্লাস্টিক কারখানা।’
বেলা ২টার দিকে তিনি আরও বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তীব্র যানজটের কারণে সেখানে পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে।’

Comments
Comments