জকসু নির্বাচন স্থগিতের খবরে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ভিসি অবরুদ্ধ
![]() |
| জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: পদ্মা ট্রিবিউন |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। মঙ্গলবার সকালে ভোট স্থগিতের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা উপাচার্য ভবনে তালা দিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন।
জানা যায়, আজ সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ে একটি জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। পৌনে ৯টার দিকে সভা শেষে ভোট স্থগিতের খবর জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের পরিস্থিতি বিবেচনা করে আজকের জকসু নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটের অগ্রগতি জানাবে।
ভোট স্থগিতের প্রতিবাদে সকাল থেকেই ক্যাম্পাসের ‘একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের দিকে যায়।
বিক্ষোভের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদার করে এবং প্রশাসনিক ভবনের সব ফটকে তালা লাগিয়ে দেয়। উত্তেজিত শিক্ষার্থীরা ‘মানি না মানব না, অবৈধ সিদ্ধান্ত মানব না’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’, ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’—এসব স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।

Comments
Comments