অপবাদ ঘোচাতে চাই, সুন্দর নির্বাচন করতে চাই: সিইসি
![]() |
| জাতীয় নির্বাচন ও গণভোটের আগে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে সিইসি এ এম এম নাসির উদ্দীন। মঙ্গলবার, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থতা এবং নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করার দায় নির্বাচন কমিশনের (ইসি) ওপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সিইসি বলেন, ‘এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। এই অপবাদ আমরা ঘোচাতে চাই। প্রমাণ করতে চাই, আমরা সঠিক ও সুন্দর নির্বাচন করতে পারি। এটা সম্ভব কেবল আইনের শাসনের মাধ্যমে।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তব্যে সিইসি এ কথা বলেন।
ব্রিফিংয়ে অংশ নেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। সিইসি তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইনের শাসন নিশ্চিত করার নির্দেশ দেন সিইসি। তিনি বলেন, আইনের শাসন মানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে।
প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের অবস্থা আপনারা জানেন। আমি এটা বুঝিয়ে বলার দরকার নেই। এই ক্রান্তিকালে আমাদের ওপর যে দায়িত্ব এসেছে, তা যদি সঠিকভাবে পালিত না হয়, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না।’

Comments
Comments