[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুষ্টিয়ায় নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়েছে নথিপত্র

প্রকাশঃ
অ+ অ-
কুষ্টিয়ায় নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন

কুষ্টিয়ায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নির্বাচন কার্যালয়টি জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক পাশের কালেক্টরেট চত্বরে অবস্থিত।

নিরাপত্তারক্ষী আবদুর রাজ্জাক জানান, ‘আমি তখন দুই তলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে দেখি, ভবনের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে।’

জেলা নির্বাচন কার্যালয়ের হিসাবরক্ষক মো. আসদুজ্জামান বলেন, আগুন লেগেছে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের ভাণ্ডারকক্ষে। সেখানে ভোটারদের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন নির্বাচন কার্যালয়ে পৌঁছে, সকাল ১০টার দিকে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি নাশকতার চেষ্টা। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কালেক্টরেট চত্বরের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন