[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
ট্রেনে কাটা পড়ে মৃত্যু | প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আমির খসরু (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ সোমবার ভোরে তার লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে উপজেলার ঈশ্বরদী-খুলনা রেললাইনের পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকায়।

নিহত আমির খসরু ওই এলাকার সাবান আলীর মেজো ছেলে। 

স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ছয় মাস আগে আমির খসরুর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পরই তিনি স্ত্রীর সঙ্গে আলাদা হয়ে যান। এরপর থেকে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। দুর্ঘটনার একদিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। সোমবার স্থানীয়রা ট্রেনে কাটা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। রেলওয়ে থানার সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ এখনও মৃত্যুর বিস্তারিত কারণ জানাতে পারেনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের বাবা-মা বর্তমানে ঢাকায় আছেন। তারা ঈশ্বরদীতে পৌঁছালে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন